চার্চ
Church Group

চার্চ

আপনি যখন খ্রিষ্টান হয়েছেন, আপনাকে স্থানীয় চার্চ এ যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। যদি আশেপাশে কোন চার্চ না থাকে, আপনি অন্য খ্রিষ্টানদের খুঁজে বের করে নিজেরাই একটি চার্চ শুরু করতে পারেন।

একটি চার্চ সাধারণত পৃথিবীর সমস্ত খ্রিষ্টানদের সমষ্টি। প্রচলিত ভাষায়, চার্চ এমন একটা জায়গা যেখানে খ্রিষ্টানরা মিলিত হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারে।

আপনি যখন একটি চার্চ অংশগ্রহণ করার জন্য খুঁজছেন, আপনি একসাথে কয়েকটি চার্চ পরিদর্শন করতে পারেন যদি আপনার লোকালয়ে সেগুলো সহজলভ্য থাকে। চার্চগুলোর মধ্যে কিছু সাধারণ পার্থ্যক্য থাকতে পারে যেমনভাবে মানুষদের মধ্যেও পার্থক্য থাকে।

চার্চ বেছে নেয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চার্চের মানুষগুলো আসলেই বিশ্বাস করে কিনা যে বাইবেল হলো ঈশ্বরের বাণী। যদি চার্চের মানুষগুলো আপনাকে বলে যে বাইবেল আসলে সম্পূর্ণভাবে ঈশ্বরের বাণী নয়, অথবা বাইবেল যা বলছে তার চেয়েও বেশী নিয়ম আছে, অথবা চার্চের মানুষগুলো মূর্তি উপাসনা করছে, এর চেয়ে ভাল হবে আপনি বরং অন্য চার্চ খোঁজা শুরু করেন।

পাশাপাশি চার্চে যেসব মানুষ আসছে তাদের আচরণ দেখেও আপনি খুঁজে বের করতে পারবেন যে এই চার্চ এমন একটি জায়গা কি না যেখানে সবকিছুর কেন্দ্রে রয়েছেন মহান ঈশ্বর। পবিত্র আত্মা আপনাকে পার্থক্য দেখার জন্য সাহায্য করবে।

একটি ভাল চার্চ “খ্রিষ্টের পরিবার” হিসেবে আচরণ করবে; খ্রিষ্টানরা ঈশ্বরের কাছে প্রার্থনার ক্ষেত্রে একে অন্যকে সাহায্য করবে, তাদের বিশ্বাস বাড়িয়ে তুলবে ঈশ্বরের বাণী অন্যদের কাছে পাঠানোর জন্য। খ্রিষ্টানরা একে অন্যের প্রতি ভালবাসা দেখাবে এবং একে অন্যকে সাহায্য করবে যেন আরো বেশী বেশী করে যীশুর মতো হওয়া যায়।

যীশু খ্রিষ্টের জীবন

যীশু খ্রিষ্টের জীবন

আপনি পড়েছেন যে ঈশ্বর তাঁর একমাত্র পুত্রকে মানুষ হিসেবে বসবাসের জন্য পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। যীশু (খ্রিষ্ট নামেও পরিচিত যার...
যীশু খ্রিষ্ট ঈশ্বরের সন্তান

যীশু খ্রিষ্ট ঈশ্বরের সন্তান

যীশুকে কেন "ঈশ্বরের সন্তান" বলা হয়? যীশু খ্রিষ্ট নিজে বলেছেন যে তিনি ঈশ্বরের সন্তানঃ "তখন তারা সবাই বললো, 'আপনি কি...
বাপ্তিস্ম

বাপ্তিস্ম

বাপ্তিস্ম হলো, আপনি যে যীশু খ্রিস্টের একজন সত্যিকার অনুসারী তা অন্য মানুষদের দেখানোর জন্য একটি "বাহ্যিক চিহ্ন"। বাপ্তিস্ম এর প্রক্রিয়া...
বাইবেলের কিছু উপকারী শ্লোক

বাইবেলের কিছু উপকারী শ্লোক

ঈশ্বরের ভালবাসা যোহন ৩ঃ১৬ কারণ ঈশ্বর এই জগতকে এতোই ভালবাসেন য়ে তিনি তাঁর একমাত্র পুত্রকে দিলেন, য়েন সেই পুত্রের ওপর...
বাইবেল, ঈশ্বরের বই

বাইবেল, ঈশ্বরের বই

বাইবেল কেবলমাত্র একটি বই নয়। আসলে এটি একটি বই বয় বরং ৬৬টি বইয়ের সমষ্টি। এতে আছে ইতিহাস, জীবনকাহিনী, কবিতা, ভবিষ্যদ্বাণী চিঠি...
প্রার্থনা

প্রার্থনা

প্রার্থনা হলো ঈশ্বরের জন্য এবং ঈশ্বরের সাথে কথা বলা। যদিও ঈশ্বর অনেক সময় আপনাকে সরাসরি উত্তর দিবেন না, আপনার প্রার্থনার...
পবিত্র আত্মা

পবিত্র আত্মা

বাইবেল আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বর মূলত ৩ব্যক্তির সমষ্টি। এটাকে ট্রিনিটিও (ত্রয়ী) বলা হয়। মানুষ হিসেবে এটা আমাদের বুকঝতে সমস্যা...
চার্চ

চার্চ

আপনি যখন খ্রিষ্টান হয়েছেন, আপনাকে স্থানীয় চার্চ এ যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। যদি আশেপাশে কোন চার্চ না থাকে, আপনি অন্য...

Share this post